মক্কা মুকাররমার কাবা শরিফে স্থাপিত পবিত্র ‘হাজরে আসওয়াদ’ বা কালো পাথরকে নতুন সাজে সজ্জিত করা হয়েছে।
মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের তত্ত্বাবধানে বিশেষ এ পাথরটিকে স্বর্ণের প্রলেপকৃত রুপার তার দিয়ে নতুনভাবে মোড়ানো হয় বলে সম্প্রতি সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএনএ জানায়।
তা ছাড়া ধারাবাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতার পর তাতে ব্যবহার করা হয়েছে মূল্যবান সুগন্ধিও। কাবা গৃহের গিলাফ প্রস্তুতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আহমাদ বিন মাসাদ আল-সুয়াইহারি বলেন, কাবা রক্ষণাবেক্ষণে চব্বিশ ঘণ্টা সিকিউরিটি নিযুক্ত রয়েছে। কোনো কিছু মেরামত করতে হলে অবিলম্বে এবং খুব স্বল্প সময়ে তা করা হয়। কাবা শরিফ দেখাশোনার জন্য চৌকস একটি টিম সব সময় নিয়োজিত রয়েছে।
Copyright © 2022 যায়যায়বেলা | Design & Developed By: ZamZam Graphics