যায়যায়বেলা
যায়যায়বেলা

আখাউড়া স্থলবন্দর দিয়ে পর্যটক ভিসাধারী যাত্রী পারাপার শুরু

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

করোনা মহামারির কারণে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আবারও পর্যটক ভিসাধারী যাত্রী পারাপার শুরু হয়েছে।

গত বুধবার থেকে যাত্রী পারাপার স্বাভাবিক হয়। দেশের অন্যতম বৃহৎ এ বন্দর দিয়ে করোনার আগে প্রতিদিন দুই দেশের প্রায় পাঁচশ যাত্রী পারাপার হতো। এদের মধ্যে অধিকাংশই পর্যটক ভিসাধারী। বিভিন্ন উৎসবের সময় যাত্রীর সংখ্যা এক ছাড়ার ছাড়িয়ে যেত।

করোনার কারণে ২০২০ সালের ১২ মার্চ থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে পর্যটক ভিসাধারী যাত্রী পারাপার বন্ধ করে দেয় ভারতের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট কর্তৃপক্ষ। তবে অফিসিয়াল, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা ও প্রকল্পের ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ আবু বক্কর জানান, সম্প্রতি যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে এখন বাংলাদেশি পর্যটকরা এ বন্দর দিয়ে ভারত গমন করতে পারছেন। তবে এখনও পুরোদমে যাত্রী পারাপার শুরু হয়নি।

যায়যায়বেলা