যায়যায়বেলা
যায়যায়বেলা

আমার স্বপ্ন ;( কিশোর লিটন)

আমার স্বপ্ন

আমি ক্ষুদ্র মানুষ একটাই আশা

পুলিশ হয়ে দেশ ও মানুষকে ভালোবাসা

আমার স্বপ্ন সাধনা এই দুনিয়ায়,

আমি পুলিশ হয়ে মানুষের সেবা করতে চাই

পুলিশ হয়ে থাকিব অসহায়ের মানুষের পাশে

সবাই কে যাব আমি সমান ভালোবেসে।

আমার শিশু বেলার কষ্টের জীবন,

করিলাম হে পৃথিবী উপস্থাপন।

আমি ক্লাস ত্রিতে ভর্তি হয়ে যেতে পারিনা স্কুলে,

জাল টানি নদীর জলে রাত্র কালে।

সংসারের অভাব বলে জালটানি রাত্র কালে

আমি ছোট্ট ছিলাম বলে ঠান্ডা লেগেছে  নদীর জলে।

সংসারে এমন অভাব যদি না টানি জাল,

গৃহে আনিতে পারিবেনা বাবা খাবার চাল।

শিশুকালে রাত্রি বেলা মায়ের কোল ছেড়ে,

রয়েছি গৃহের বাহিরে পানিতে পড়ে।

কতদিন রাত্রি বেলা ভিজেছি বৃষ্টির জলে,

কত যে কেদেঁছি পুলিশ হওয়ার স্বপ্ন ভেঙ্গে যাবে বলে।

ঘুমের ঘুরে আমি কতনা রাত্র,

পড়ে গিয়ে ব্যাথা পেয়েছি আমার গাত্র।

কৃষি কাজ করেছি আমি শিশু সময়,

ছোট্ট বেলায় আমার কষ্টের সাথে হয়েছে পরিচয়।

ছোট্ট হয়ে ভাড় বহন করেছি বড়দের মতো,

আমার দেহে আঘাত লেগেছে কতনা শত।

বৈশাখী ধানের ভাড় কাঁধে বহন করে,

পুলিশ হওয়ার চিন্তা রেখেছি অন্তরে।

শিশু হয়ে কর্ম করেছি বয়স্কদের মতন,

দুঃখ কষ্ট সহ্য করেও পড়া লিখা করেছি সাধ

ন। আমি অভাগা শুধু পুলিশ হব বলে,

স্বপ্নের আশায় কষ্ট করেও গিয়েছি স্কুলে।

পুলিশ হওয়ার স্বপ্ন আশা নিয়ে দিলে,

শত কষ্ট করেও কষ্ট রয়েছি ভুলে।

পুলিশ হওয়ার স্বপ্ন যদি কবু ভেঙ্গে যায়

জীবন্ত মরা আমি মরব দুনিয়ায়।

জানহে, পৃথিবীর মানুষ ?

নদীর জলে জাল টেনেছি বারটা বছর,

কতনা ক্লেষ সহ্য করেছে আমার দেহ অন্তর।

জাল টেনেছি কৃষি কাজ করছি এক যুগ ধরে,

পুলিশ হওয়ার চিন্তা সাধনা নিয়ে আমার অন্তরে।

যদি জাল টানা কৃষি কর্ম করিতাম অন্ত,

পড়া লিখা হতো না এসএসসি পযন্ত।

কষ্ট করিয়া ও আমি পড়া লিখা করেছি অর্জন,

নয়লে পুলিশ হওয়ার সাধনা হয়ে যেত বর্জন।

দুঃখ ব্যাথা সহ্য করেছি আরো করেছি কতনা কষ্ট,

, যেন পুলিশ হওয়ার স্বপ্ন কবু না হয় ভ্রষ্ট।

পুলিশ হওয়ার স্বপ্ন যদি কখনো না হয় পূরণ।

কোমার হয়ে বাছব আমি সারাটি জীবন। 

 

যায়যায়বেলা